পাঠকের দরবারে যখন কবিতা পেশ হয়ে যায়
কবি তখন কেবল এক স্বাক্ষর হয়ে স্বাক্ষী রয় সৃষ্টির,
পাঠকের বিরক্তি,মমতা,বিস্ময়,বিদ্রুপ,ভালোলাগা
সব সয়ে যেতে হয় কবিতাকেই,
কবির জানা হয় কি তা কখনো?
এই নিয়ে বেশ মনোমালিন্য চলছে আমার
কবিতার সাথে......
তর্ক তার.....
' যা হচ্ছে লেখা, তা কি কবির জীবন থেকে নেয়া?
আমার ভেতর উত্তরহীন প্রশ্নরা কেন পায় ঠাঁই?
নিজের মত প্রকাশিত কবির নাকি অন্য কারো?
কবিকে পাবে কিভাবে পাঠক কবিতার মাঝে?'
পাঠককে স্বাক্ষী রেখেই বলছি তোমায়
হে প্রিয় কবিতারা আমার--
" কবিতা ভাবনার ফসল,
ভাবনাকে বিস্তৃত করা,ভাবনাকে জাগ্রত করাই
কাব্য সৃজনের লক্ষ্য,শব্দ গেঁথে সুন্দরকে নির্মাণ,
জীবনের লুকানো কণার অস্তিত্ব অন্নেষনেই
কবি কল্পনায় কাটে সাঁতার......
কবি নিজের কথাই বলে নাকি অন্যের অনুচ্চারিত অভিপ্রায়কে,অভিজ্ঞতাকে তুলে আনে তা নয় বিবেচ্য,
শব্দের শক্তি, সুন্দরে ভক্তি, বাক্যে বিমুগ্ধ বিচরণেই আসে তোমাদের সাফল্য। "
' তাই বলছি, হে প্রিয় কবিতারা আমার
হে মগ্ন গগনে চিন্তার চিলেরা আমার
হে মন থেকে ছিটকে পড়া শব্দরা আমার,
সফলতা,ব্যর্থতার সব দায়ভার আমারই
তোমরা অহেতুক তর্কে কর্তন করোনা মাথা আমার।