কিঞ্চিৎ
.............

বিষাক্ত মনের চোখে
ফুলের কি দাম আছে.....
পাখীর প্রাণে গান আসেনা
বিষণ্ণতায় ঘেরা গাছে।

পাড়ের মিনতি মানেনা নদী
ভেঙে নিয়ে গড়ে পলির প্রাসাদ,
সংহারী স্রোতে ভূমি করে গ্রাস
দূরে দেয় ফিরিয়ে, নেই অবসাদ।

বজ্র ধমকে কাঁদে মেঘমালা
নিঃস্ব হবে যে অচিরেই তারা,
তৃষিত ধরণী টেনে নেয় বুকে
মাতৃস্নেহে সেই বারিধারা।

পাহাড়ের বুকে কি দুঃখ, কে জানে
মৌন দাঁড়িয়ে অটল সে রয়,
ধ্বসলেও দেয়াল সে অবিচল
কালের নিঃশ্বাসে তারও আছে ক্ষয়।