বাউলি কাটে শরীরে বাউন্ডুলে শীত বাতাস
আড়ষ্ট মনে উচ্ছিষ্ট স্বপ্ন নিয়ে
উদভ্রান্ত আমি উত্তাপ খুঁজি শরীর ও মনের।
অর্থহীন কর্ম-চাঞ্চল্য চলে অঞ্চল থেকে অঞ্চলে
হতাশার শীত সন্ধ্যায় ব্যর্থতার বহ্নি জ্বলে মনে
আমি নিরুত্তাপ নিরাপত্তাহীনতায় ভূগি এখন।
ভবিতব্য অভাবনীয় কিছু কি দেবে?
হয় না, আমাদের হয় না কিছুই।
কুটীরশিল্পের কুটীর পুড়েছে, শিল্প উঠছে গড়ে,
যত্নে গড়া পণ্য আমার যন্ত্রণাই হয়েছে এখন।
হস্তশিল্পের অস্তমিত-প্রায় দিনে ফেরি করতে এসে
ফিরে যাবার কথাই ভাবছি বার বার........
অপাংক্তেয় সম্ভারের অপমান মাথায় নিয়ে
সংসারে না ফিরে, ফেরারি হতেই ইচ্ছে হয়।
শীত নেমেছে আমাদের শিল্পে,আড়ষ্ট তাই উৎপাদন,
অনাদরে রইলো পড়ে আমাদের যতো আবাদ
কারুণ্যের অপেক্ষায় আজ কারুশিল্প
বলতে বড় ইচ্ছে হয়---
শ্রমিক নই, আমি শিল্পী
পারিশ্রমিক চাই না,
শুধু শিল্পের মর্যাদাটুকুই চাই।