মুসাফির, সরাইখানায় জেঁকে বোসোনা
এ তোমার আবাস নয়।
সুখ খুঁজো না স্থিতিতে, সঞ্চিত সম্পদে,
সঞ্চয়ে তোমার আছে পরিভ্রমণের অভিজ্ঞতা
তুমি এগিয়ে যাও সময়ের সড়ক ধরে
এর শেষ প্রান্তেই তোমার চির আবাস।
সুখ-দুঃখের ভারী বোঝাগুলি
কি লাভ বলো বয়ে বয়ে?
ওদের ভারে থামতে হবে তোমাকে বারবার
বিশ্বাসের শীর্ষে উঠতে দম লাগবে তোমার
অবিশ্বাসের উপত্যকায় পড়তে পারো পিছলে।
মুসাফির, তুমি চিনেছো ধ্রুবতারা
হবে না তুমি পথহারা,
তুমি এগিয়ে যাও--
যে দিগন্তকে শেষ বলে মনে হয়
তার ওপারেও আছে জগৎ,জেনো।