রোদের দেয়ালে পিঠ ঠেকিয়ে
আমি অন্ধকার ঘরে খুঁজি আলো,
অজ্ঞতার পাটাতনে চিৎ হয়ে শুয়ে
অলীক আকাশের জ্ঞানের তারা গোনা যায়?
পথহীন প্রান্তরে আগাছায় মুখ থুবড়ে পড়ে
ধূলো ঝাড়তে গিয়ে বোধ হয়--
সূচনা আমার সুচিন্তিত ছিলোনা
শুরুটাই আমার গুরুতর ভুলে ভরা।
নিজেই নিজের চলার পথে প্রতিবন্ধক হয়ে উঠলে
অপেক্ষমান সৌভাগ্যরা পরাজয় মেনে নেয় দুর্ভাগ্যের কাছে।