প্রতিহিংসায় সুখ আছে
আছে প্রতিশোধেও.......
সুখ নিষ্কলঙ্ক নয়।
ভেজা চোখের অন্তরালে অসুখী মনটা
খুঁজে ফেরে এক ফোঁটা দুষ্প্রাপ্য পবিত্র সুখ।
স্মৃতি নিংড়ে ভালোবাসার নির্যাসটুকু শুধু নিয়ে
সুখহীন নির্বাসনে আমি শ্বাস নিই......
এ জীবন শান্তির পিয়াসী
মোহময়ী সুখ উপেক্ষা করে সে উপলব্ধিময় দুঃখে নিমজ্জিত তাই।
শ্রেষ্ঠত্ব যখন অর্থহীন হয়ে যায় স্বার্থপরতার দায়ে
আমি গড়পড়তায় গড়াগড়ি খাই অক্লেশে....
মন বারংবার মুমূর্ষু মনুষ্যতার মন্ত্র মানতে হয়না রাজী,
আমি মানুষ হতেই চাই,
অসুখী হলেও আসল মানুষ
আমি পরাজিত হতে রাজী,যদি বিবেক হয় জয়ী,
আমার জন্যেই এ জীবন
জীবন সৃষ্ট জন্তু আমি হতে পারিনা।