আধারে চোরাবালির মধ্যেই বুঝিবা পড়লাম,
হাচড়ে পাছড়ে কোনোমতে দাঁড়িয়ে শক্ত মাটিতে
খুব করে ঝেড়েছি হাত-পা,গায়ের ধুলো --
অনেকটা দূর হেটে লোকালয়ের আলোতে অতঃপর;
চেনা এক বাড়িতে ঢুকতেই চমকে উঠেছে সবাই
মিটমিটে আলোতেও দেখা যাচ্ছে চিকচিকে স্বর্ণকণা
লেগে আছে শরীরে, কাপড়ে, এখানে-সেখানে
খুব করে ঝেড়ে ঝেড়ে ধুলো ভেবে যা সরিয়েছি বিরক্তিতে
তা যে ছিলো মূল্যবান সোনার কণা, কে জানতো তা?
অজান্তে,অজ্ঞতায় এভাবেই সৌভাগ্যকে ফিরিয়ে দিই আমরা,
বালু ভেবে সোনাকে অভিসম্পাত দিই
সোনা ভেবে বালুকে তালুতে সযত্নে নিই।
সৌভাগ্যের সাথে দুর্ভাগ্যও থাকে
বঞ্চনার সাথে সাথী হয়ে প্রাপ্তি যেমন।
শুধু সঠিক নির্বাচন আর একটু অপেক্ষায়
আক্ষেপ ঘেঁষতে পারে না সহসা জীবনের কাছে।।