আন্দেজের চূড়া দেখছি নিবিস্টতায়
পর্বতমালার বিস্তার অবাক বিস্ময়ে দেখছি প্লেনের জানালা দিয়ে
ফ্লাইট 209 _এর যাত্রা প্রায় শেষ।
ক্লান্তি নিয়ে ঝিমাচ্ছে যাত্রীরা
আমার মত এতো কৌতুহলি দর্শক কমই
নয়তো এরা নিয়মিত যাত্রী এই পথের
তাই আগ্রহ কম।

অকস্মাৎ ঝাঁকুনি শুরু হলো--এয়ার বাম্প নাকি?
সচকিত হয়ে উঠেছে সবাই--
স্টুয়ার্ড, এয়ারহোস্টেসদের চোখের তারায় শংকা
কাপা স্বরে পাইলট স্বান্ত্বণাসূচক কিছু বললেন
ভালো ঠেকছেনা কিছুই আমার কাছে--
কে যেন জোড়ে কেঁদে উঠলো  পিছনে
মিশ্রভাষায় বিলাপের মত প্রার্থনা ছড়িয়ে পড়েছে প্যাসেজে
খুব দ্রুতলয়ে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে
ফ্লাইট 209 সম্পূর্ণ নিয়ন্ত্রনহীন এখন
কেউ না বললেও তা বোঝা যাচ্ছে।
ক্রমাগত আতংকিত চিৎকার মাঝে
ম্রিত্যুর ধ্বনি যেন তরঙ্গায়িত

দ্রুত ফ্ল্যাশব্যাকে উঠে আসছে আমার গোটাজীবন,
অনেকগুলো জীবন একইসাথে যাচ্ছে অবসানে
অন্যদের মনে কি চলছে?  

আন্দেজের শীর্ষ এগিয়ে আসছে খুব খুব কাছে
বিস্ফোরিত চোখ অজান্তে বন্ধ হয়ে গেলো
অন্ধকার--
কর্কশ সংঘর্ষের আগে বলছি--
"বিদায় প্রিথিবী, বিদায় সবাইকে,জীবন বড় সুন্দর ছিলো।"