তোমার আকাশ একলা বড়
আমার আকাশ মেঘলা,
একই ছিলো আকাশ যখন
খেলতো রোদের জেল্লা।
সেই আকাশে প্রাণের মেলা
ছিলো রাত কি সারা বেলা।
ভাগ হলো সেই আকাশ যখন
কাঁদলো কতো মেঘের দল,
ভিজলো মনের জমিন সেদিন
আজ চলে তা ভোলার ছল ।
চাতক চোখ অশ্রু রুখে
একলা আকাশ থাকুক সুখে ।