বন্ধুত্ব ভঙ্গুর হয়ে যাচ্ছে
অপরিনত ব্যক্তিত্বের এক অযাচিত প্রবল কর্তৃত্ব
পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করে চলেছে
সংস্পর্শে আসা সকলের আচরণ—
‘অমুকে এটা কেন বলল ? তমুকে এভাবে কেন তাকালো ?’
একটি সার্বক্ষণিক ‘এন্টি- অসম্মান’ সফটওয়্যার যেন চালু র্যেেছে সবসময়,
তাই ছাড় পাচ্ছে না একটু রসিকতা, হালকা উপহাস ।
হীনমন্যতার হিম জমেছে মনে মনে
মর্যাদা দেবার চেয়ে বাড়ছে মর্যাদা লাভের লোভ
সংকুচিত আত্মা উদারতার উষ্ণতায় হছে না প্রসারিত।
অহেতুক প্রসংশার প্রগলভতায় প্রশান্তি পাচ্ছে মন
হালকা উপাদানে নির্মিত মনের ঘর-বাড়ি তাই ভেঙ্গে যায় সহজেই
প্রবল আত্মরম্ভিতার সুদৃঢ় পিলারগুলো শুধু থাকে দাঁড়িয়ে ।
সন্দেহ সংহার করা সরল মনের সাধাসিধে মানুষেরা
যাচ্ছে একলা হয়ে –
আরো বেশী একলা হয়ে যাওয়া, নিজেকে অজান্তে বিচ্ছিন্ন করে ফেলা
আত্মকেন্দ্রিক ,উন্নাসিক মানুষদের ভীড়ে ।
বন্ধুত্ব তাই এগুচ্ছে মেপে মেপে , খুব সাবধানে
নয়তো একদম ড্যাম-কেয়ার হয়ে, হোঁচট খেলেই পথ বদল,
পরস্পরকে সহ্য করে বন্ধুত্বের সৌধ সমুন্নত রাখার সামর্থ
হারিয়ে ফেলছে মানুষ ক্রমে ক্রমে –মহাভ্রমে ।