প্রসঙ্গঃ অজিতেশ নাগ আর ‘যাপিত হৃদয়’

প্রিয় কবি অজিতেশ নাগ বাংলাদেশে এসেছিলেন ,বইমেলার টানে , একুশের টানে । আমার সৌভাগ্য হয়েছিলো ক’দিন তাঁর সাথে একটু সময় কাটানোর । প্রথম দেখা হলো বই মেলায় ,সাথে তাঁর সহধর্মিনী ফটো-শিল্পী সুমিতা নাগ আর স্বনামধন্য অভিনয়-শিল্পী মেয়ে ঈশানী সেনগুপ্ত । আসরের কবি কবীর হুমায়ূন ভাই আর মহিউদ্দিন মাসুমের সাথে আমরা সবাই ২১ ফেব্রুয়ারী দুপুরে পদ্মার পাড়েও ঘুরে এসেছি । জ্যামের শহর ঢাকায় সেদিন বিকেলে পদ্মা থেকে ফিরে আমরা চাইছিলাম লালবাগের কেল্লা দেখবো , বন্ধের দিন যে তা বন্ধ থাকে জানা ছিলো না কারোই । মাইক্রোবাসে ঘন্টার পর ঘন্টা বিরক্তকর বসে থাকা , কবীর ভাই সুলোলিত কন্ঠে ‘বিদ্রোহী ‘ কবিতা আবৃতি করে চলেছেন -- হঠাৎ করেই গান গেয়ে উঠেছিলাম -- এমন গরমে মানুষের মাথা খারাপ তো হতেই পারে । শেষ গানটায় দেখলাম অজিতেশদাও গলা মিলিয়েছেন- বেশ সুর তাতে ।  আমাকে দেয়া তাঁর ‘যাপিত হৃদয়’-এর কপিতে অটোগ্রাফে সেই দুর্লভ স্মৃতির মুহুর্তগুলো এঁকে কবি অজিতেশদা অবিস্মরণীয় সদ্য অতীতকে ফ্রেম-বন্দী করলেন ।( কবীর হুমায়ূন ভাইয়ের পোস্টের মতো ছবি এড করতে অনেক চেস্টা করলাম ,হলো না। অটোগ্রাফে  লেখা --"  সুপ্রিয় সরকার মুনীর ভাই, তোমার গান যে ভোলার নয় , তোমাকে দিলাম --অজিতেশ নাগ , কলকাতা ২০১৫")।  বইটি খুললেই আমি ফিরে যাবো সেই অমলিন সন্ধ্যায় ।

আমাদের  অনলাইন পত্রিকা The Daily Life News.Com -এর সাহিত্য পাতায় ( ১লা ,এপ্রিল)  কবি অজিতেশ নাগের ‘যাপিত হৃদয়’-এর রিভিয়্যুটা এসেছে এভাবে ---    

কলকাতার কবি অজিতেশ নাগের “যাপিত হৃদয়”
by সরকার মুনীর | Apr 1, 2015 | সাহিত্য

কবি অজিতেশ নাগের কবিতা সংকলন “যাপিত হৃদয় ” প্রকাশিত হয়েছে এই বছরে কলকাতা বইমেলায় , বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী ‘ভবিষৎ’ । কলাকাতাবাসী কবির সর্বমোট ১০১ টি কবিতা ঠাঁই পেয়েছে এই সংকলনে ।
কবি অজিতেশ নাগের কবিতার সাথে যারা পরিচিত , তারা ধন্য হলেন একমলাটে একগুচ্ছ অজিতেশ-কীর্তি নিজের করে পাওয়ার আর যারা বাংলা কবিতায় সাম্প্রতিক আলোড়ন তোলা ,অত্যাধুনিক, প্রাণের  গভীরে স্বননের আন্দোলন তোলা , মুগ্ধ –বিস্ময়কর  শব্দশৈলীর প্রত্যাশা করেন তাদের তৃপ্তির একটি উপায় হলো , এই অনন্য প্রকাশনার নাধ্যমে । তাঁর লেখায় একটি বিশেষ গতি আছে , আছে বক্তব্যের ঋজুতা , শব্দের তুলিটি তিনি দক্ষ টানে কবিতার ক্যানভাসে পরিচালন করেন , বোধের বৃক্ষগুলো দৃশ্যমান হয় তাতে , বেদনার নোনা জলও প্রবাহিত তাতে ,  কষ্টের নুড়িগুলো মাথা তুলে আছে মাঝে মাঝে । তাঁর চিন্তার উদার আকাশে নিজের ভাবনার ঘুড়িটি উড়াতে পারেন পাঠক  , নিমজ্জিত হতে পারেন তাঁর যাপিত হৃদয়ের উষ্ণ শোণিতের স্রোতে । আর বারংবার সবিস্ময়ে বেরিয়ে আসতে পারে স্বগতোক্তি , ‘কবি মনের কথাটিই বলেছেন , কি কাব্যিকভাবে ।’ বা ‘ কত গভীর অন্তর্দৃষ্টি থাকলে এমন করে বলা যায়! ’
এই স্বল্প পরিসরে কবির ছোট একটি কবিতা ,তাঁর বিশালতা বোঝানোর চেষ্টায় নিবেদন করছি –
কিস্তিমাত
ভগবানের সাথে দাবা খেলতে বসেছি,
বেশ গুছিয়ে নিয়েছি আমার চাল;
ভগবানকে প্রায় এগোতেই দিচ্ছি না।
বোড়েগুলো সামনে আগুয়ান,
ঘোড়া আড়াই  প্যাঁচে (বেশ প্যাঁচেই ফেলেছি মনে হচ্ছে),
নৌকাগুলো কোণাকুণি চমৎকার ধুরন্ধর, বেশ ছল ছল ।
গদাই লস্করি চালে মাঝামাঝি হাতি, বৃংহনে মত্ত,
আর মন্ত্রী এখনও জীবিত…আমারই সামনে ।
আমার চিন্তা কী ?
সবার পিছনে আমি………নিরাপদ……আমি ভাবলাম।
‘এবার আপনার পালা মি. ভগবান ’—-
আমি স্মিত হাস্যে তাকাই।

ভগবানও হাসলেন,
আর একটি চাল;
নিমিষে উড়তে লাগল আমার সাজানো দাবার ছক —-
নিমিষে ফাঁকা ।
কিস্তিমাত ।।
তাঁর “যাপিত হৃদয় ” বইটির ভূমিকায় কবি অজিতেশ নাগ লিখেন , “ লেখা লেখির শুরুটা ঠিক কবে মনে করা খুবই মুশকিল, তবে কবিতার অন্দরমহলে ঘোরাঘুরি সে প্রায় ধরে নিন বছর তিরিশেক তো হবেই। এত বছরে একটা কথা বুঝেছি শব্দের পর শব্দ সাজিয়ে হয়তো রঙ-তুলি সাজিয়ে রাখা যায়, ছবিটা আঁকা হয়ে উঠে না। আর এই অপ্রাপ্তি বোধ একটা অভিমানবোধ থেকেই আবার একটি কবিতা লেখার চেষ্টা করেছি এ যাবৎ কাল । করে চলেছি আজো।
প্রথম উল্লেখযোগ্য কবিতা ছাপা বলতে সেই ১৯৮৬ সালে , দুই বাংলার কবিদের নিয়ে কবিতা-সংগ্রহ। সুনীল, শক্তি ,প্রেমেন্দ্র মিত্র ,সুভাষ মুখুজ্জে , নীরেন্দ্রনাথ , সমর সেন , দিব্যেন্দু পালিতের পাশাপাশি আমিও আছি দেখে তো আহ্লাদে টুকরো টুকরো । শুরু হলো সেই থেকে কবিতার সঙ্গে পথচলা। ”
কবি অজিতেশ নাগের জন্ম ১৯৬৮ সালে আর উত্তরবঙ্গের বিস্তৃত চা বাগানের আর আদিগন্ত  খোলা মাঠের কাছাকাছি বেড়ে ওঠা । এরপরই সোজা কোলকাতা আর সেই থেকে এই শহরেই বাস।
কবি অজিতেশ নিয়মিতই  কবিতা লিখে চলেছেন তাঁর বড় প্রিয় কবিদের আসরে , ‘বাংলা কবিতা ডট কম’-এ , এখানে তাঁর টাটকা লেখা পড়া যাবে সবসময়, এই আসরে তুমুল জনপ্রিয় একজন কবি তিনি ।