আগে কবিতার মন্তব্যে কবিরা আলোচ্য কবিতার অংশবিশেষ কপি করে তা সংশোধন করতেন,
বিশেষ ব্যাখ্যা দেয়ার চেষ্টা করতেন , অথবা খুব ভালো লাগা স্তবক বা লাইন উল্লেখ করে তা বোঝাতেন।
ইদানীং ‘কপি পেস্ট বর্জন’ আইনের ভয়ে অনেকেই ইচ্ছে থাকা স্বত্বেও তা করা থেকে নিবৃত রয়েছেন।
আসরের কবি বোদরুল ভাই অবশ্য কবিতার ব্যবচ্ছেদ করে আলোচনা করার ক্ষেত্রে কিছু লাইন কোট করে থাকেন, তার মতো বিদগ্ধ আলোচকের এ প্রয়াস আবার এই আইনের কারণে আটকে গেলে আফসোসের শেষ থাকবে না।
আমার কবিতায় মন্তব্য করতে এসে মন্তব্য-কারী এ ব্যপারে তার অস্বস্তির কথা লিখেছেন । আসলে ‘কপি পেস্ট ’ আইনের খড়গ পড়া উচিৎ একই মন্তব্য সবার পাতায় যে ব্যবহার করে তার উপর। অনেক কবি তার সময় স্বল্পতার কারণে মন্তব্যের উত্তরে একই বাক্য প্রাপ্তিস্বীকার হিসেবে ব্যবহার করেন, তা দোষনীয় হতে পারে না ।
এ ব্যপারে প্রিয় এডমিন সুনির্দিষ্ট কোন নির্দেশনা দিয়েছিলেন কিনা আমার তা জানা নেই বলে আগেই দুঃখ প্রকাশ করছি ,তবে এ গুরুত্বপূর্ণ বিষয়ে বিভ্রান্তি দূর হলে , মন্তব্য-কারীরা স্বস্তি পাবেন বলে আশা করি।
ধন্যবাদ সুপ্রিয় কবি , ভালো থাকুন নিরন্তর ।