ভিডিও-র দৃশ্য ধীর লয়ে এগোচ্ছে , প্রকাশ্য দিবালোক—
ছড়িয়ে ছিটিয়ে থাকা , ছিটকে সরে যাওয়া মানুষদের
থেকে সরে ক্যামেরা জুম হয়েছে এক বাচ্চা মেয়ের মুখে
অবাক বিস্ময়ে, ভিত চোখে সে দেখছে কিছু সামনেই
ক্যামেরা একটু জুম কমালো—
মেয়েটা খামচে ধরে আছে মায়ের পোশাক এক হাতে
অন্য হাতে তার আইসক্রিম , ভূমির দিকে আনত ঝুলে থাকা হাতে
গলে গলে পড়ছে টুপটাপ , চুপচাপ ---
ক্যামেরা এবার ঘুরে গেছে ঘটনার উৎসে
অস্ত্র –সজ্জিত ষণ্ডা মার্কা কয়েকজন ধরে গাড়িতে তুলছে কাউকে
জোর করে, তার সাথে থাকা সঙ্গীরা আহত বা নিহত হয়ে
পড়ে আছে রাস্তায় – বীভৎস ভয়ংকর দৃশ্য –
আবার, হতবাক বাচ্চার মুখ ঘুরে আইসক্রিমে স্থির ক্যামেরা
নির্বিবাদে গলে পড়ছে আইসক্রিম , যেন
গলে গলে পড়ছে বিবেক , মানবতা , সভ্যতা –
অকস্মাৎ খুব কাছ থেকেই অস্ত্রের গর্জন আর ক্যামেরার দৃশ্য আকাশ-মুখী
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলী করা হয়েছে ক্যামেরা-ম্যানকে
কোন এক অজানা সৌভাগ্যে দৃশ্য-ধারণকারীর জীবনের
শেষ ধারণকৃত এ দৃশ্য প্রকাশিত হয়েছে—
হয়তো এর স্থান-কাল-পাত্র খুঁজতে গেলে ,দেখা যাবে তা
নাইজেরিয়ার, সোমালিয়ার , কলাম্বিয়ার, ইউক্রেনের , হয়তো বা তা
খোদ এই আমাদের দেশেরই , কে বলতে পারে ?
এই গ্রহেরই কোথাও নিত্য চলছে এমন দৃশ্যের মঞ্চায়ন ।
প্লে বাটন চাপতেই আবার চলছে ভিডিও—
এগিয়ে চলেছে দৃশ্যাবলী ধীর লয়ে
দ্রুত লয়ে পিছিয়ে যাচ্ছে মানবতা ।