অগত্যা গন্তব্যে
........................
অগোছালো সময়ের এলোমেলো গানগুলো
ডুবে যাচ্ছিল তন্দ্রার আলস্যে...
অবসর এসেছে ভেবে......
প্রাচীন প্রস্তরের ভাঁজে আটকে পড়া রোদ
তুলে নিয়ে ফেলেছিলাম মরচে ধরা স্মৃতি-ভান্ডারে
হিস হিস করে ফণা তুলেছিলো শীতনিদ্রায় থাকা কষ্টগুলো
অশ্রুবাষ্পে ক্ষোভাগ্নি নির্বাপণ পর্ব শেষে
উপলব্ধির উপত্যকায় নেমে মনে হলো
মনুষ্যজন্ম একটি অপূর্ণ উপন্যাসের বিস্মৃত পাণ্ডুলিপি।
কদাকার বর্তমান, যন্ত্রণার বলিরেখা সমৃদ্ধ
মসৃণ ভবিষ্যৎ কামনা বিভ্রান্তিময় বিজ্ঞাপন যেন,
উন্নতিহীন কাল ভ্রমণে অবনত স্বপ্নরাজি
সমাপ্তিরেখা ছুঁবেই বলে জীবন ধরেছে বাজি।
★★★