নতুন শহরের পুরোনো বাড়ীটা
.............................................
খোলা প্রান্তরে বহুকাল ধরে একাকী অট্টলিকা হয়ে
দুর্গের মতোই দাঁড়িয়ে ছিলো আজকের পুরোনো দালানটা।
শহর বাড়তে বাড়তে একদিন তাকে ছুঁলো....
শুরুতে সমীহ পেতো সে আভিজাত্যের
ক্রমশ তার একদা শীর্ষ গম্বুজ উচ্চতার গর্ব হারালো
তাকে ছাড়িয়ে দাঁড়িয়ে গেছে নতুন অনেক ভবনের চিলেকোঠা
নুয়ে দেখছে যেনো তাকে সময়ের প্রতিযোগিতায় উচ্চতা জয়ীরা
তার রাজসিক একাকীত্ব আজ ঘিরে আছে নতুন দালানের ভিড়
বড় বেমানান কি সে নতুনত্বের নৃত্যে?
আগে শহরটা বহু দূর থেকে সম্ভ্রম নিয়ে তাকাতো তার দিকে
তার অটল গাম্ভীর্য বিস্ময়মিশ্রিত শ্রদ্ধা জাগাতো।
আজ তারাই কি তাকে অপসারণের ষড়যন্ত্র করে?
এতোটা কাল এ এলাকার মর্যাদা ধরে রেখেছিলো কে?
' আমিই গৌরবময় ইতিহাস,আমিই ঐতিহ্যের ধারক'
পুরোনো দালানের পলেস্তরা প্রতিবাদেই যেন ঝরে পড়তে পড়তে তাই বলে.......
নতুন শহরের পুরোনো বাড়ীটার দীর্ঘশ্বাস শুনতে পায় না কেউ........
বড় ব্যস্ত এ শহর। ★*