সময়ের ধুলো সরিয়ে খুব সাবধানে
আমি খুঁজে পেয়েছি স্মৃতির জীবাশ্ম,
ম্রিয়মান বার্ধক্য-সন্ধ্যার আলোয় দেখেছি
মূল্যবান জীবন-জমিনের প্রত্নতাত্ত্বিক সে ঐশ্বর্য।
এই মহাকাল ,এই ছায়াপথের অনন্ত বিস্তার মাঝে
নগণ্য, অস্পৃশ্য ধুলিকণাসম এই অস্তিত্বই
একটি জীবনের কতো বড়ই না সম্পদ।
সময়-সমূদ্রের যাত্রী আমার এ পান্ডুর পান্ডুলিপি
হারিয়ে যাবেই একদিন এই পৃথিবী থেকে.........
সে জীবাশ্মে গ্রথিত কতো নাম, কতো ছবি, কতো ঘটনা
হারাবে কালের কৃষ্ণ-বিবরে।
নক্ষত্রেরা নিশ্চিহ্ন হয়ে যায় স্মৃতিহীন
আমিও তেমনি বিস্মৃত হবো একদিন,
তবুও...... স্মৃতির সমৃদ্ধ সঞ্চয় ছিলো আমার,
আমিও ছিলাম এই ব্রহ্মান্ডের এক আকাশের নীচে
বসবাসরত কিছু মানুষের মনের আকাশে ............
এক ক্ষয়িষ্ণু নক্ষত্র হয়ে ।।