একা একাই থাকি, অনেক প্রহর
তবু নিজের সাথে হয়না বলা কথা।
আয়নার মানুষটি বড় একাকীত্বের আদ্রতা নিয়ে
তাকায় আমার দিকে, আমি চোখ নামিয়ে নিই।
যাবতীয় ব্যস্ততা আমার পলায়ন প্রবৃত্তির প্রয়াস
সময়ের বেহিসেবী খরচে খরচে আমি প্রবল ঋণগ্রস্ত
নিজের মুখোমুখি হইনা আমি
অদৃশ্য মুখোশে আবৃত যেন সদা।
সব মানুষই একা.......
একা মানুষেরা নিজেদের জানতে চায় না
সহজলভ্য বিনোদনে তাকিয়ে থাকে দু'চোখ
নিজেদের ভেতরে তাকাবার সাহস নেই।
একা মানুষদের দলবদ্ধ সমাজ শুধু একে অন্যেকেই দেখে.....
চোখ বুজে নিজেদের ভেতরটা দেখলে
হয়তো দেখতো তারা, দেখতাম আমিও
বিরান মনোভূমির অনাবাদী অঞ্চল
শূন্য প্রাসাদের নগ্ন নির্জনতা।
একা তো প্রায়শই হই
তবু, হয়না বলা কথা নিজের সাথে।
একাকী প্রহরেও হয়না দেখা
নিজের অন্তরের অন্দরমহলটা।