জীবনকে বড় সস্তায় বেচে দিয়ে
কিনেছি দামী দুঃখ কতক
বেভূল এই বাণিজ্যে আমি পরাভূত এক বণিক।
উপলব্ধিহীন উদাসীনতার উপকূলে দাঁড়িয়ে
বেদনার দুর্বিনীত ঢেউগুলোর মনের গভীরে
আছড়ে পড়া দেখতাম...
অশ্রুর চোরাস্রোত আরো গভীরে খুঁজে নিতো পথ।
দুঃখবিলাসী অন্তরাত্মা আমায় উপহাসের হাসপাতালে মুমূর্ষু ফেলে গেছে....
রিক্ততার তিক্ততা গিলে গিলে আমি অবশেষে বুঝেছি
জীবনটা নিজের জন্যে নয়,
নিজেরও নয়
বেতনহীন এক ব্যবস্থাপক নিছক আমি
অদৃশ্য স্বল্পমেয়াদী প্রতিষ্ঠানের,
লেনাদেনার দায় যার যায়না এড়ানো
অবসরভাতাই হচ্ছে এর মূল আরাধ্য প্রাপ্তি।