এই পৃথিবীর পথে কোথাও
..........................................
১/
অচেনা বাতাসে সুগন্ধ ভেসে আসে
কোথাও ফুটেছে অপরিচিতা ফুল,
খুঁজে মরি মিছে, শুধু আশেপাশে
কাজে ফের মশগুল, হয়তো মনের ভুল।
২/
ঝরা পাতার পাঁজর ভাঙার করুণ আর্তনাদ
বিয়োগ ব্যথায় নীরব বৃক্ষ,নেই তার প্রতিবাদ।
শুধু চেয়ে দেখে, পথ ছেয়ে গেছে, শুষ্কপত্রে তার
পথিক মাড়িয়ে গেলেই ভাংগে নীরবতা বারবার।
৩/
শারদপ্রাতে ঝরা শিউলীরা করেছে শিশিরে স্নিগ্ধ স্নান
কেউ সমাদরে তুলে নেয় তারে,কেউ পায়ে দলে করে ম্লান।
আকাশ সেজেছে শুভ্র মেঘে,নীচে দোলে সুখে কাশবন,
আনন্দগান নিঃশব্দে বাজে প্রাণে,উতলা হয়েছে মন।
***