বন্ধুত্ব ফিকে হয়ে যায়
পড়শীরা বদলে যায়,
হারিয়ে যায় জমাট বাঁধা সম্পর্ক গুলো
স্বল্পায়ু ঠিকানার কফিনে সব স্মৃতি নিঃসাড় পড়ে রয়,
অনেক চেনা মুখগুলো ক্রমশ বিস্মরণের ধোঁয়ায় মেশে।
শারীরিক প্রস্থানের আগেই
মানসিক গোরস্থানে নিক্ষিপ্ত হই আমরা অনেকে।
পার্থিব পাওয়া না-পাওয়ার হিসেবে ব্যস্ত হয়ে
চির স্বস্তির বেহেস্তকে ভুলে রই......
ভুলের মাশুলে নরকের নাগরিকত্ব মিলতে পারে কপালে।
অথচ,
অনেকের বর্জনেই জীবনের মূল সাফল্য অর্জন হয় সহজতর।
'সবর'-এর সঞ্চয় নিয়ে কবর পর্যন্ত এলেই
নিমিষে মিলিয়ে যাবে যতো অন্তর্জ্বালা
এবার স্রষ্টার থেকে সব পাওয়ার পালা।