মারিয়ানা ট্রাঞ্চের গভীরে লুকিয়ে রেখেছিলাম
যে ভালোবাসা আমার-
ছিলো যা এভারেস্টের চূড়ার বরফে ঢাকা
আমাজনের গভীর অরন্যে নিভৃতে গ্রথিত ছিলো যা
ধূ ধূ মরুভূমির সাইমুমে আনা বালির স্তুপের তলে রাখা ছিলো যা
তাকে এই সমতলে, এই জনারন্যে দেখবো
ভাবিনি আমি কস্মিনকালেও --
প্রায় অপার্থিব সেই ভালোবাসাকে হাতছানি দিয়ে ডেকেছিলো
গোধূলীর সোনারঙা সমুদ্র তট
জ্যোৎস্না-প্লাবিত নদী অববাহিকার পাললিক ভূমি
ভোরের শিশির ধোয়া ঘাসের ঝকঝকে মাঠ
বসন্ত ছোঁয়ায় ফুলেল রঙিন , পাখীর গানে মুখরিত বিকেল ।
এতো ঐশ্বর্যময় সৌন্দর্য্যের ডাকেও আসেনি সে অজানা কারনে
আজ রিক্ত প্রহরের অন্ধকারে দেখছি
মন, সেই ভালোবাসার সবটুকু আলো হঠাতই
তোমায় দিতে উন্মুখ-
ধন্য তোমার আকর্ষণ -ক্ষমতা , ধন্য আমি তোমার দেখা পেয়ে ।