আমার ভালোবাসা ভালো নেই
লক্ষ চিন্তা নিয়ে,হাজার ব্যথা নিয়ে
পড়ে থাকে হৃদয়ের এক কোণেই।

পৃথিবীর সব রোগ ঘিরে ধরেছে তাকে,
কি করে সে আগামীর সুখের ছবি আঁকে।
সঙ্গী নেই তার গল্প করার
সারাক্ষণ হাহাকার ছোট্ট বুকেই।

কতদিন জগতে বেঁচে থাকবে সে,
অভিমানে জানি চলে যাবে অবশেষে।

প্রতিদিন ঝড়ে যায় কত যে ভালোবাসা,
চোখে কান্না নিয়ে বুকে নিয়ে নিরাশা।
মমতা নেই কারো ঝড়ে যাকনা আরও
কার কতটুকু ক্ষতি হবে তাতেই!