আমি   নিজেকে আজ তুলে দিলাম তোরই হাতে
        ও পথ রে,
আমাকে সাথী করে নে না সাথে।

তুই    বেড়াস ঘুরে গাঁয়ে গাঁয়ে শহরে-বন্দরে,
আমাকে পাশে নে মন টেকে না ঘরে।
জায়গা দেখার তৃষ্ণা আমার মনে-আঁখিপাতে।

বড় হলাম মানুষ হলাম
দিস না রে আর আড়ি,
তোর বুকেতে গড়তে দে না
আমার বসত বাড়ি।

এদিক সেদিক কত চলিস হিসেব করা দায়,
বল্ না রে তুই তোর ঠিকানা কে খুঁজে পায়?
আমিও চলব ঠিকানাবিহীন সারাদিন-রাতে।

২০-০৯-২০২১ইং