শোন ভালোবাসা আগের মত
নেই তো তোমার দাম,
তোমার কারণে তোমার ঘারেতে
উঠেছে দূর্ণাম।
আজকে তুমি মিশে গিয়েছ
টাকা আর কুআবেগে,
তাইতো তোমায় কেউ কেনে না
হৃদয়ের অনুরাগে।
তোমার প্রতি নেই মানুষের
শ্রদ্ধা,আকর্ষণ,
কারণ তুমি আগের মত
সাজাও না জীবন।
সময় সাজাও ক্ষণিকের তরে
হয়ে ক্ষণিকের অতীথি,
সস্তা দামে পাওয়া যায় যাকে
সে কি আর হবে সুস্মৃতি?
গলা টিপে ধরে মেরে ফেলেছ
আকাশ চুম্বি সম্মান,
তাইতো,উঠতে,বসতে,চলতে
হচ্ছ অপমান।
স্বামী স্ত্রীর মায়া ছেড়ে গেছ
নোংড়া মনের মায়ায়,
পরিবার পরিজন পড়শী
খুঁজে পায় না তোমায়।
আত্মীয় অনাত্মীয়দের
বিষিয়ে তুলেছ মন,
মানুষের সাথে মানুষের আজ
নেই আত্মার বন্ধন।
জাতিতে জাতিতে শত ভেদাভেদ
জগৎ হলো নরক,
তোমার কারণে শত দূর্ণাম
কাঁধে নিল সব লোক।
২৯-০৬-২০২১ইং