আমি একটা মই বানালাম,
তাতে চড়ে আকাশে গেলাম।
তারা নিলাম পকেট ভরে,
সূর্য আনলাম হাতে করে।
চাঁদটা নিলাম মাথায়
যেনো থাকি চাঁদের মায়ায়।

পাড়ার সকল শিশুগুলো,
একটা করে তারা নিলো।
ওদের মুখে মিষ্টি হাসি,
আমার মনে এলো খুশি।
আনল ডেকে সুখের বান,
ভরল তাতে সবার প্রাণ।
পাড়ার যত লোক আছে,
আমায় মাথায় তুলে নাচে।
মাথায় দিল আদর-স্নেহের তাজ,
অসম্ভবকে সম্ভব করাই কল্পনার কাজ।

একদিন এক ভোর বেলাতে,
হাঁটতে গেলাম বড় পথে।
হঠাৎ পড়ল আমার চোখ,
জমায়েত অনেক লোক।
হাঁটতে হাঁটতে গিয়ে দেখি,
ও আল্লাহ,ও মা কান্ড একি!
ব্রিজটা ভেঙে চুড়মার,
মাথায় হাত পড়ল সবার।
যায় গাড়ি আসে গাড়ি,
বলছে সবাই-কি যে করি!
ঘটবে হেথায় দূর্ঘটনা,
কার কি হবে কেউ জানে না।
ডানা মেলে ভেসে ভেসে,
উড়ে গেলাম দূর আকাশে।
নিয়ে এলাম ছায়া পথ,
ঠিক হলো ভাঙা পথ।
তাইনা দেখে সবার মাথায়
পড়ল যেনো বাজ,
অসম্ভবকে সম্ভব করাই
কল্পনার কাজ।

১১-০৭-২০২১ইং