মুক্ত মনের মুক্ত আশা
মেলতে চায় মুক্ত ডানা,
মুক্ত আকাশে মুক্ত বাতাসে
উড়তে ঘুড়তে নেই তো মানা।
মুক্ত চোখের দৃষ্টি মেলে
দেখো মুক্ত প্রকৃতি,
মুক্ত হৃদয় ভাবুক বসে
পাল্টে তার নিজ গতি।
চোখের গতিসীমা আছে
মনের গন্ডি নির্ধারিত,
এর বাহিরে হতে পারে
দূর্ঘটনায় কবলিত।
চোখ ও ঘুড়ি দুটোই বাঁধা
বাঁধতে হয় বৈকি,
না বাঁধলে কেউ জানে না
কখন কার হবে কি।
ঘুড়ির সীমা খুব বেশি নয়
চোখেরও নয় সারা ভুবন,
ঘুড়ির নাটাই তোমার হাতে
চোখের নাটাই চালায় মন।
ঘুড়ির নাটাই ছেড়ে দিলে
ঠিকানাতে থাকবে না,
চোখের নাটাই ছিড়ে গেলে
আসবে বিপদ জানবে না।
যদিও জানি তোমার মন
একান্ত তোমার একার,
সেই মনেতে অনেক জনের
আছে কিছু অধিকার।
তাই তো বলি-চোখ ও মন
মুক্ত তবু মুক্ত নয়,
সবার জন্য জায়গা রেখে
দেখে শুনে চলতে হয়।
২৭-১০-২০২৩ইং