ও দুটি হাত যেন পাখির ডানা
ও দুটি চোখ যেন ফোটা পদ্ম,
মায়াবী বদন যেন পূর্ণিমা চাঁদ
স্বর্গ থেকে যেন এলে সদ্য।
মেঘ কালো ঐ চুলে ভ্রমর হারায়,
কথাগুলো সুর নিয়ে মেশে হাওয়ায়।
হৃদয়ে আশা জাগে
অনুভবে অনুরাগে
তোমায় নিয়ে লিখি শত পদ্য।
তোমার উপমা খুঁজতে চাই না আমি
তুমি আমার চোখে অতুলোনিয়া,
মনের মানষী তুমি হৃদয়ের আকাঙ্খা
সাধনার ধন তুমি মানষ প্রিয়া।
ফুলের পাপড়ি তুমি বৃষ্টির কণা,
তোমায় ঘিরে শত স্বপ্ন বোনা।
বাসনার রং তুমি
সাধনার সাথী তুমি
অন্তর চোখে তুমি অনবদ্য।
১৩-১১-২০২২ ইং