এমনই এক পড়ন্ত বিকেলে,
একলা একা দাড়িয়েছিলে।
মুখে ছিল গুনগুন সুরেলা গীতি,
মনে আছে কি সেই স্মৃতি?
সমুখে ছিল বহমান নদী
পিছনে ছিল বালির পাহাড়,
আকাশ পুরোটাই নীল ছিল
এমন সময় কথা হলো দুজনার।
কি যেনো কি জানতে চেয়েছিলে
মুখে ছিল সহাস্য মিনতি।
খোঁপায় ছিল সন্ধ্যামালতী
রংটা ছিল টুকটুকে,
তোমার হাসির কাছে যেনো
অনেক কিছু ছিল ফিকে।
সেদিনের পর মোরা
সময় সুযোগ বুঝে রোজ,
নিয়ম করে শত তাড়াতেও
দুজনে রাখি দুজনার খোঁজ।
আজও পাশে আছি বাকি পথগুলো
দিতে পারি যেনো কোমল প্রীতি।
০৩-০৮-২০২১ইং