লক্ষ টাকা খরচ করে বই কিনলে কি হবে?
পড়তে হবে তা,
খুঁজতে হবে কি আছে তার মাঝে।
দামি লোহায় জোড়ায় জোড়ায় দা বানালে কি হবে?
ফেলে রাখলে তা,
প্রয়োজনে তাকে লাগাতে হবে কাজে।
দামি দামি গয়না-শাড়ি কিনলে আর কি হবে?
পড়তে হবে তো,
নইলে ওসব এতটাকায় কেনার কি দরকার।
কোটি টাকা খরচ করে ঘর বানালে কি হবে?
থাকতে হবে তো,
নইলে সেথায় বসত করবে ঘোর অন্ধকার।
শক্তিশালি রঙবেরঙের যান কিনলে কি হবে?
চড়তে হবে তো,
নইলে যে তা কিছু দিনেই হবে যে নষ্ট।
গোলাতে ধান,পুকুরে মাছ থাকলে তোমার কি হবে?
খেতে হবে তা,
নইলে তোমার কখনও ঘুচবে না কষ্ট।
প্রতিদিন বিদ্যালয়ে গেলে তোমার কি হবে?
পড়তে হবে তো,
নইলে তোমার সব খাটুনি যাবে বিফলে।
অনেক স্বপ্নে সাধন করে শিক্ষা নিলে কি হবে?
গড়তে হবে জীবন,
নইলে কি তা বেঁধে রাখতে পারবে শিকলে?
৩১-০৮-২০১০ইং