হারিয়ে গিয়েছে কথা
হারিয়ে গিয়েছে সুর
হারিয়ে ফেলেছি সেই কবিতা,
হারিয়ে ফেলেছি সেই আমাদের গল্পটাও
মলিন হয়েছে তোমার ছবিটা।
ফুল ছিল পাতা ছিল
সব কটা ডালে ডালে,
স্বপ্ন আটকা ছিল
দুটি চোখের জালে।
ডাল গেছে শুকিয়ে
অলি কাঁদে লুকিয়ে
সঙ্গীহীন হলো আশা প্রতিটা।
আকাশটা ছিল মেঘে ঢাকা
পড়েছিল গুড়ি গুড়ি বৃষ্টি,
তার মাঝে গিয়েছ পিছনে তাকাওনি
ছিল মোর অপলক দৃষ্টি।
সুখ ছিল দুঃখ ছিল
ছিল হাসি কান্না,
আহ্লাদে ভরা ছিল
ছোট বড় বায়না।
কত দূরে গিয়েছ
জানি না কি পেয়েছ
পোষানো যাবে কি
এই ক্ষতিটা।
১৮-১১-২০২৩ ইং