আকাশে মেঘ তো উড়বেই
কখনও বৃষ্টি ঝড়বেই
তাই বলে সূর্য কি পালিয়ে যায়
তাই বলে চাঁদ কি মেঘেতে হারায়
তারা ওঠে না।
স্রোত তো সারাক্ষণ ভাটিতে যায়,
বাতাসের ভয়ে কি উজানে পালায়।
গাছের আশেপাশে পতঙ্গ শত,
কখনও আঘাত করে-করে ক্ষত।
তার ভয়ে কলি কি ঝরে ঝরে যায়
ফুল ফোটে না।
কত যতনে চোখ স্বপন বোনে,
লুকিয়ে রেখো না আশা হৃদয় কোণে।
রাস্তা তো একেবেঁকে চলবেই,
দাড়িয়ে রবে কি সে ভয়েই।
সে ভয়ে পথিক কি পালায়
পথে ছোটে না।
১৯-০৫-২০২১ইং