অবহেলে ফুটে ওঠা বন্য ফুল আমি
মাঝে মাঝে ফুটে থাকি পথের ধারে,
চোখের নেশায় মনে অনুরাগ জেগে ওঠে
হয় না জায়গা কারও মনের দ্বারে।
শখ করে কেউ হাতে নিয়ে খেলে,
খেলা শেষে পথেই দেয় ফেলে।
নেয়না খোঁজ কেউ করে না সোহাগ
ধুলোতেই পড়ে থাকি আঁধারে।
পিদিমের আলো আমি অতি প্রয়োজন ছাড়া,
আমার ডাকে কেউ দেয়না দেয়না সাড়া।
বাড়ির পিছনের কদমের গাছ আমি,
জানি আমি সমাজে কতটুকু দামী।
প্লাবনে ভেলা আমি সখেরই সঙ্গি
খড়াতে শুকিয়ে যাই বনে বাদাড়ে।
২০-০৪-২০২১ইং