এতো কাছে থেকেও হয়নি বলা
মনের কথা
বলতে পারিনি কেন
আজও ভাবি তা
কেন পারিনি বলতে।
তুমি যদি হতে মোর কষ্টের আশ্রয়,
একাকিত্বটা হতো নিরাময়।
হয়তো বা বদলাতো দুখের এ রং
পাশাপাশি কাছাকাছি দিতে যদি চলতে।
হয়তো বা তোমাকে ডাকেনি এ মুখ
জেনে রেখো শতবার ডেকেছে এ মন,
জানি আমি সেই ডাক যায়নি তোমার কানে
যেতে পারত যদি দাড়াতে কিছুক্ষণ।
এক মনে চলে গেছ পিছনে তাকাওনি,
চোখের অশ্রু তাই দেখতেও পাওনি।
পিছনে তাকাবে কেন বলো কিসের টানে
ভাবি বসে-কার ব্যাথায় কে চাবে জ্বলতে।
২২-০২-২০০৬ ইং