এই হৃদয়ও নদীতে শত ইচ্ছার ঢেউ,
সবই বাসনার রঙে আঁকা
আশার ছায়ে ঢাকা
খোঁজে না তা কেউ
বোঝে না তা কেউ।
বুঝি না কেন আজও বুঝি না কেন
খুঁজতে কাকে বলি-একটু শোন।
এ ধরার মাঝেতে আসলে কে কার,
কার হই এই আমি কে হয় আমার।
তবু দুটি চোখে এঁকে যাই কত স্বপ্ন।
হাসি মুখ দেখে কারও
কেউ যদি বলে সে সুখেরই ফুল,
বুঝতে হবে সে সেখানেই করল ভুল।
সকল হাসি যে নয়তো সুখের,
সব কথা মনেরই না কিছু মুখের।
এই নিয়ে বেঁচে থাকা কাটে লগ্ন।
১১-০৯-২০২১ইং