কোথা থেকে তুমি এসেছিলে
কে তুমি আজও হয়নি জানা,
চির চেনা তুমি ছিলে না আমার
সে রাতেই শুধু হয়েছিলে চেনা।

তোমার মনের সকল কথা আমায় বলেছিলে
দুজনার ছিল নির্ঘুম আঁখিপাত,
আমি ছিলাম নীরব শ্রোতা বসেছিলাম পাশে
বলতে বলতে কাটিয়েছিলে রাত।
হাতটি ধরে বলেছিলে-
আজকে হলো দুজনার মন লেনা-দেনা।

যাবার সময় তোমার চোখে অশ্রু এসেছিল
নীরব চোখে তাকিয়েছিলে আমার দিকে,
বলেছিলে আসব ফিরে অপেক্ষাতে থেকো
আমার মনটা দিলাম তোমায় লিখে।
সেই যে গেলে বিদায় নিয়ে
অপেক্ষাতে আছি আজও তুমি এলে না।


অনেক বছর কেটে গেলো,
স্বপ্ন দেখা বন্ধ হলো।
তুমি এলে না,
আজও তুমি এলে না।

( স্মৃতির আকাশ)