গোটা কয়েক ছন্দ বলি সবাই শুনে যাও,
যাদের কথা বলব এখন তাদের চিনে নাও।
চোরের নজর ঘরের দিকে সন্ত্রাসীদের ত্রাস,
নেশাখোরদের নেশায় নজর তাসারুদের তাস।
ঘুসখোরেরা ভাবে কাদের করবে সর্বনাশ,
সুদখোরেরা ভাবে বসে কবে ফুরায় মাস।
চাঁদাবাজরা ভাবে কোথায় কত নেবে চাঁদা,
স্বার্থপরের পরান জ্বলে কেউ যদি দেয় বাঁধা।
অসুখের কারণ যারা তারা বসে ভাবে,
কোন উপায়ে সুখির সুখ খুঁড়ে খুঁড়ে খাবে।
ঝগড়াটেদের বিরাম নেই খোঁজে নানান উপায়,
কার সাথে ঝগড়া করে মনে শান্তি পায়!
ফাঁকিবাজরা রাস্তা খোঁজে কেমনে দেবে ফাঁকি,
লজ্জাহীনরা অবাধ চলে বন্ধ নয় আঁখি।
পরের ক্ষতির সাধক যারা বলে মাথার পোকা,
চালাক শুধু একাই সে বাকি সবাই বোকা।
দুষ্ট লোক মাটির বুকে বানর থাকে গাছে,
লেজ আলা আর লেজ কাটার ব্যবধান কি আছে?
১৯-০৩-২০১৪ইং