চল্লিশের হিসাব আমি করব কয়দিনে,
অনেক স্মৃতি ভুলে গেছি কিছু আছে মনে।
কিছু কথা মনে আছে অনেক গেছি ভুলে,
যা আছে তা হৃদয় মাঝে রেখেছি তুলে।
কাছের দূরের কাছে দূরে ছিল চেনা মুখ,
সুখ দুখ মিলে মিশে ভরে ছিল বুক।
স্মৃতি-বিস্মৃতি নিয়ে ভালোই ছিলাম সবাই,
শত রকম ব্যস্ততাতেও খুশি ছিলাম সদাই।
দিন যাপনের মাঝে থেকে সবাই বড় হই,
আপন-প্রিয় মানুষগুলোর চোখের সামনে রই।
অনেক অনেক মানুষ হারিয়ে গেলো চির তরে,
তাদের স্মৃতি খুঁজতে চায় মন থাকে না ঘরে।

চল্লিশের কোঠায় আজ রেখেছি দুই পা,
তাদের কথা মনে হলে শিউরে ওঠে গা।
কত আদর ভালোবাসা ছিল কত শাসন,
রাগে-অনুরাগে ছিল মনের কোণায় আসন।
ঠুনকো এই জগৎটাকে আঁকড়ে ধরি তবু,
কিসের আশায় কেন ধরি জানেন শুধু প্রভু।
চল্লিশে আছ যারা কিংবা পার হলে,
তাদেরকে কি মনে আছে না কি গেছ ভুলে?
ক'জন মানুষ হারিয়ে গেলো চোখের সামন থেকে,
একটু কষ্ট করে খাতায় হিসেব করো লিখে।
শোকের খবর আরও কত শুনেছে দুই কান,
নিজের অজান্তে মনটা করে যায় সন্ধান।
কেউ রাখে না হিসেব তাদের কেউ রাখে না মনে,
যদিও তাদের মাঝে মধ্যে আসে স্মরণে।
যে যার মত কাজ নিয়ে সবাই ব্যস্ত আছি,
হঠাৎ করে শুনবে কেউ আমিও চলে গেছি।

১৩-০৯-২০১৮ইং