আমি চোখ বুজে দেখি স্বপ্নিল আকাশ
চোখ মেলে দেখি ঘরে বন্দি,
তাইতো হলো না দুচোখের সাথে
নীল আকাশের সন্ধি।
নীরব এ মন কত কথা বলে আমার সাথে,
নীরব ভাবনা ছবি হয়ে জমে আঁখিপাতে।
মুক্ত আকাশে উড়তে পারে না
পেরোতে পারে না গন্ডি।
ঠোঁটের কাছে কত কথা এসে
অভিমানে ফিরে যায়,
দুখের রাজ্যে রাজা আমি
সুখের রাজ্যে অসহায়।
কত যে আশা কত ভালোবাসা
জমা আছে এই মনে,
কেন যে আশার হয় না কথা
ভালোবাসার সনে।
একই পথে তবু বিপরীতমুখী
দুজনার আলাদা ফন্দি।