শুকনো ঝড়া পাতার উপর দিয়ে কত হাঁটা
জীবনের সেই পথগুলো আজ
এখন গেলো কই!
মচমচ শব্দে শব্দে দুকান ভরে যেতো
জীবনের সেই দিনগুলো সব
এখন গেলো কই!

দুরন্তরা জড়ো হয়ে উঠোনে-আঙ্গিনায়,
গোল্লাইছুট,বউছি খেলেছি
চাঁদের জোসনায়।
মাঝে মাঝে ভোজন রসে
হৈহৈ রৈরৈ,
জীবনের সেই রঙিন দিন
এখন গেলো কই!

পুকুরে নেমে ভাসমান আর ডুব সাঁতার খেলা,
খেলতে খেলতে চোখ লাল করে
কাটত দুপুর বেলা।
মাঝে মাঝে মায়ের বকুনি
যেনো টক দই,
বীনা পয়সার বিনোদনগুলো
এখন গেলো কই!

০৫-০৮-২০২১ইঁ

স্মৃতির আকাশ