আমরা শিশু,
আমাদের অন্তরে লক্ষ বাসনা,
প্রতিদিন জয়ের জন্য করি সাধনা।
আমরা শিশু,
আমাদের হৃদয়ে হাজার জিজ্ঞাসা,
হৃদয় মোদের ফিরে আসে হয়ে নিরাশা।
আমরা শিশু,
আমাদেরও স্বাধীনতার আছে প্রয়োজন,
তা না হলে কেমন করে এগিয়ে যাবে জীবন?
আমরা শিশু,
চলতি পথে থাকবে কেন অযাচিত ভয়,
চিন্তা করো আগামীতে আসবে কি জয়?
আমরা শিশু,
আমাদের দেখাও তোমরা ভালো ভালো পথ,
সেই পথে এগিয়ে যাব নেইতো ভিন্ন মত।
আমরা শিশু,
আমরা চাই মার্জিত একটু বিনোদন,
লেখা পড়ার ফাঁকে ফাঁকে সজীব প্রাণ মন।
আমরা শিশু,
আমরা চাই প্রাণ খুলে হাসার অধিকার,
বাঁচার মত বাঁচতে হলে হাসি তো দরকার।
আমরা শিশু,
আমরা চাই মুক্ত হাওয়ায় খেলা ধুলা করতে,
বন্দি হয়ে পারব না তো জীবনটাকে গড়তে।
আমরা শিশু,
আমরা চাই ভোর বেলাতে পাখির মতো উঠি,
হই হুল্লোর করে বেড়াই নিয়ে অনেক ছুটি।
আমরা শিশু,
আমরা চাই ফুলের মতো ফুটি সুবাস নিয়ে,
আঁধার কালো জায়গাগুলো জাগাই আঙ্গুল দিয়ে।
আমরা শিশু,
আমরা আকাশের মতো মনটা বড় করি,
আমাদের বাসযোগ্য নতুন জগৎ গড়ি।
তোমরা বড়,
দয়া করে আমাদের বাঁধা দিও না,
অযোগ্য স্থানে মোদের টেনে নিও না।
৩১-০৭-২০১৫ ইং