মানে না বাধা, শাসন-বারণ
আসুক যত ঝড় তুফান
কি যে উন্মাদনা যৌবনে এসে
সব দুমড়ে-মুচড়ে একাকার ।

মন যা চায় কে রুখে তার
ভূত-ভবিষ্যৎ কি দরকার
কিসে আছে ভালো-মন্দ
তুচ্ছ করে বারংবার ।

একবার ও ভাবে না যে
কি আবেগে চলছে সে
কত দিন থাকবে এ তেজ
তাই সতর্ক হও যৌবনে ।

কে শোনে এসব গুরু বাণী    
শুধু শুধু করায় রাগী
যাচ্ বিচারের তোয়াক্কা ভুলে
মাতে আনন্দ উল্লাসে ।

হঠাৎ একটা ধাক্কা এসে
সব কিছু পাল্টে দিয়ে
দুরন্ত যুবক হয়ে অসহায়
ভাবনাতে পড়ে রয় ।

ততদিনে সময় গড়ে
যৌবন এখন ভাটায় নেমে
পায় না কোন স্বস্তি-শান্তি
অতীত যার শুধুই স্মৃতি ।

যৌবন শক্তি লাগাতে হবে
সত্য-সুন্দর সঠিক পথে
আদর্শের ভিত মজবুত হয়
যৌবন হলো শ্রেষ্ঠ সময় ।

সময় থাকতে হই সচেতন
হেলায় না ফেলি দামি যৌবন
প্রতিটি কর্মের সদ্ ব্যবহারে
যত্নবান হব যথা নিয়মে ।

যৌবনে যে কাজ সুন্দর হয়
অন্য কালে তা ভুল ভালে যায়
যৌবনের দাম সবার উপর
যদি তা হয় নীতি নির্ভর ।

যৌবনের ইবাদত সত্তর গুন
অন্য সকল বয়স থেকে
যৌবনের হিসাব চাওয়া হবে
ভয়ংকর সেই রোজ-কেয়ামতে ।

যৌবনে থাকে লালসা ভরা
যে শুধু অন্ধকারে টানতে চায়
তাই কঠোর হাতে অসত্য রুখে
বিজয়ী করবো জীবনটাকে । ।