সেই বায়ান্ন থেকে শপথের ধারা
একাত্তরে নয় মাস লড়ে, জীবন দিয়ে
স্বাধীনতা এনেছিল যারা
নব্বইয়ের গণ-অভ্যুত্থানে তাদের উত্তরসূরীরা
চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা !
শপথে শপথে আজকের তরুণেরা
সব গুঁড়িয়ে দিতে প্রস্তুত যারা
দূর হোক সকল বৈষম্যের ধারা।
শপথ নিয়ে, পরে তা ভাঙ্গা !
অঙ্গীকার করে, না রাখা !
দেখেছে বহুবার এই বাংলাদেশীরা
যার কণ্ঠে বারুদ-অগ্নিঝরা
শপথ নিয়েছিল, কোন অন্যায় মানবো না
ক্ষমতায় গিয়ে আত্মভোলা !
সাদামাঠা মানুষ গুলো হল লুটেরা !
ওরাও ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া !
করোনার সময়েও সব মানুষেরা
করেছিল মন থেকে তওবা !
প্রাণ বাঁচাতে স্রষ্টার কাছে আকুতি-প্রার্থনা
হে দয়াময়, কর ক্ষমা
কখনো হবে না আর নিষ্ঠুরতা
একটি বার দাও সুযোগ, গুনাহ আর করব না
কিন্তু পেরেছি কি আমরা ?
চলছে হরদম, সব কিছুতে রমরমা !!