মা-বাবা সাথে ভাই-বোন
এরা যদি না হয় আপন
তবে কে হতে পারে
কাঙ্ক্ষিত সেই আপন জন ।
মত বিরোধ, মতানৈক্য
ছিলো, থাকবে আজীবন
কখনও স্বার্থের কারণে
কেউ দুরে ও যেতে পারে
তবুও একদিন রক্তের টানে
আবার ফিরে আসে ।
আপন হচ্ছে পর এখন
পর হয়েছে আপন
ভেবে দিশেহারা প্রিয়জন
মা-বাবা, ভাই-বোন ।
ভাই হলো রক্তের বাঁধন
যদি হয় পর তা কিসের কারণ
আছে সমাজে নানা গুঞ্জন
খুঁজতে পারো, নেই বারণ ।
আপন নিয়ে অনেক কথন
আছে সমাজে প্রচলন
অন্তিম সময় পাশে দাঁড়িয়ে
ভেজা চোখে করে কে হাত উত্তোলন ।।