এক আল্লাহ-তে যার পূর্ণ ইমান
কোথা সেই মুসলমান
যে তরায়ে তরী, ধরিবে হাল
আসুক যত ঝড় তুফান
হোক না ভয়ানক কাল রাত্রি
দিবে পাড়ি সব, নিয়ে যাত্রী ।
মুসলিম সে-তো ইমানী যোদ্ধা
করে না ভয় আল্লাহ ছাড়া
সব তাগুতের শক্তি তুচ্ছ করে
এক আল্লাহর ইমান, বুকে নিয়ে
অসহায় জাতির করিবে ত্রাণ
কোথা সেই মুসলমান।
প্রিয় নবীজী ইমানের অঙ্গ
তাওহীদি কালেমা শিক্ষা দেয়
নবী বিনে আমল অপূর্ণতা
দীন ইসলাম পেয়েছি যার অসিলায়
সেই রাসুলের প্রেম বিলিয়ে দিয়ে
করিবে জয় তামাম দুনিয়া
আজ খুঁজে ফিরি, হে রাসুল সেনা
কোথা তুমি সেই মুসলমান
এক আল্লাহ-তে যার পূর্ণ ইমান
কোথা তুমি সেই মুসলমান।
মুসলিম কখনো ভাবে না একা
মানুষে মানুষে ভাই ভাই
কালামে পাকে এরশাদ হয়েছে
সব আদম-হাওয়ারই সন্তান
ভেদা-ভেদ ভুলে মানুষের তরে
আসিবে কবে সেই মুসলমান
এক আল্লাহ তে যার পূর্ণ ইমান
কোথা আজ সেই মুসলমান।
আফসোস লাগে আজ বিশ্ব দেখে
কত নিচে মোরা নেমে গেছি
ধামাধরা হয়ে বেইমানীদের
শুধু চামচামিতেই মেতে আছি
এই স্বার্থবাদীদের কর্মের কারণে
‘মুসলিম’ নামে কলঙ্ক ছড়ায় ।
তাই নেই আজ ইসলামের জয়
শুধু ইতিহাস পড়ে গল্প শোনায়
চাইনা এই গল্পের ফুলঝুরি আর
এসো আজ সেই মুসলমান
এক আল্লাহ তে যার পূর্ণ ইমান
কোথা তুমি সেই মুসলমান ।।