দুর্নীতি রুখতে নয়া কৌশলী সরকার
তাই আমলা হয়েছে কনট্রাকটর !
জন প্রতিনিধি নাকি চোর-বাটপার
অভিযোগ থেকে বেশি মিথ্যাচার
যদি হয়ও কোথাও অপব্যবহার
তবু তারাই ভরসা একমাত্র জনতার ।
তেল মারা আমলা, সর্বনাশা দেশের
হরি লুট-পুকুর চুরি, অভিজ্ঞতা তাদের
সমাজ বাস্তবতা থেকে এরা অনেক দুরে
যাদের অগাধ জ্ঞান, শুধু খাতা-কলমে ।
সব সরকারে, এরা কোষাগার লুটে
খেয়ে উচ্ছিষ্ট রাখে জনগণের তরে
নিরুপায় জনগণ, যা পায় তাই নেয়
জানে না এ বণ্টন, কোথা থেকে হয় ।
সত্যি ! আমলাদের ভেলকিতে পড়ে
দিলো প্রধানমন্ত্রী হাজার কোটি তুলে
হবে আশ্রায়ণে গৃহহীনদের বসত ঘর
যে প্রকল্পে ইউ, এন, ও কনট্রাকটর ।
তৈরীকৃত সেই গৃহহীনদের ঘর
কিছু দিন যেতেই সব ভেঙ্গে চুরমার
হয়েছে শিরোনাম, পত্রিকা পাতায়
এরপরেও তারা, বহাল তবিয়তে রয়ে যায়
এমন অবস্থা হলে, জন প্রতিনিধি ধরে
তাৎক্ষনিক ভাবে নিতো জেল-হাজতে !!