সংখ্যা যাই হোক, কিছু সংখ্যক দিয়ে
সব কিছু শুরু জগতে
ভালো হলেও কিছু সংখ্যক
আবার মন্দ হলেও কিছু সংখ্যক
কি অদ্ভুত মিল এখানে !
কিছু সংখ্যকরাই ইতিহাস গড়ে ।
কিছু সংখ্যক দুষ্ট লোকের কারণে
সবাই যেন জিম্মি হয়ে গেছে !
অথচ সংখ্যাগরিষ্ঠের মাথা ব্যথা নেই তাতে !
এ কারণে সব যাচ্ছে রসাতলে !
বরং সুবিধা নিতে
তারা নানামূখী দোলা চালে !
জিতলে, সবাই মিলে
হারলে, কেউ নেই সাথে !
সব দায় যেন কিছু সংখ্যকে
সংখ্যাগরিষ্ঠরা নীরব সব খানে !
কিছু সংখ্যকরাই ভাবে দেশটিকে নিয়ে
সংখ্যাগরিষ্ঠের পক্ষে নানা দাবী আদায়ে
ওই কিছু সংখ্যককে
নাজেহাল হতে হয় সবখানে
হামলা, মামলা এমনকি জীবনও গেছে !
যেন এটাই নিয়ম পৃখিবীতে !!