বিশ্বব্যাপী মেতে আছে আজব ডিজিটালে
ভালোটা না নিয়ে চলি খারাপের তালে
বোধ-টা জাগ্রত হয়, একটু ভাবিলে
সময় অপচয় করি শুধু ফেসবুক দেখে ।

যারা দিয়েছে এই অসাধারণ উপহার
তাদের দেখার নেই একটু অবসর
আমরা আছি ডুবে মাতালের মত
অকারণে সময় ব্যয় করছি অবিরত ।

প্রযুক্তি নয় অভিশাপ, আর্শিবাদ যুগের
জেনে শুনে করতে হবে তাই এর ব্যবহার
প্রযুক্তি সময় বাঁচিয়ে কর্মে এনেছে স্বস্তি
যার কারণে বিশ্বে আজ এত অগ্রগতি ।।