‘নীতির রাজা’ সব উল্টে গিয়ে
এখন রাজার নীতিই রাজনীতি
একটু ঝুঁকি, তবে লাভ বেশি
ফায়দা নিতে নেতা কর্মী
করে ফন্দি ফিকির দিবা নিশি
হত্যা জঘন্য, তাও এখন মামুলি !
যোগ্যতা ছাড়া বিরাট নেতা
দোহাই আপামর জনতা
পদ-পদবীতে বানিজ্যের ঘটা
মনোনয়নেও কোটি টাকা !
যদি পায় একবার ক্ষমতা
বাড়ি গাড়ি তো সাধারণ কথা !
রাজনীতিতে নেতাই সর্বেসর্বা
যার হুকুমে কর্মী ব্যস্ত সদা
সেটা সত্য নাকি মিথ্যা !
যাচাইয়ের নেই প্রয়োজনীয়তা
নেতা, সে তো দুধে ধোয়া
নিষ্পাপ ফেরেস্তা !
রাজনীতির এই চাটুকারিতা
দিয়ে কত রঙ তামাশা !
সুশীল থেকে আম জনতা
যত নীতিহীন প্রতিযোগিতা !
এখন পকেট কাটা যত চোরা
গণ পছন্দে তিনিই সেরা
নীতিহীন রাজনীতিতে
মূল্যবোধে এটাই চরম ব্যর্থতা ।
দূর্ভোগ না সুখ, কি আছে সামনে
সেটা এক বিধাতাই জানে ।।