প্রত্যেকের জীবনে বিস্তর না হলেও অল্প
থাকে অজানা, ছোট বড় অনেক গল্প ।
আপন কারিশমায় যারা সাজিয়েছে জীবন
তাদের গল্প গুলো, একটু অসাধারণ
যারা পারেনি ক্ষুধা, দু:খ, দারিদ্রের ভিতর
তাদের করুণ গল্প কেউ রাখে না খবর।
কত অনাথ শিশু ওই আশ্রমে পড়ে
অপূর্ণ ইচ্ছা গুলো তাদের, নিভৃতে কাঁদে
পারে না বলতে কিছু অবুঝ শিশু গুলি
লোক চক্ষুর অন্তরালে শেষ যে গল্পটি ।
দ্যাখো রেল লাইনের ধারে ছোট বড় বস্তি
মাথার উপরে যাদের নেই একটু ছাউনি
রোদ-বৃষ্টিতে ভিজে পুড়ে কত কষ্টের জীবন
দু;খের গল্পটি তাদের জানে কয় জন ।
চোখে কি পড়ে না ওই জেলে পাড়ার চিত্র
ছোট্ট একটা কুঁড়েতে বসত, অভাব যাদের নিত্য
বারোটি মাস ক্ষুধা-পীড়ায় কাটায় যারা জীবন
তারা কখনো হতে পারেনি আলোচিত জন ।
দ্যাখো দলিত শ্রেণীরা কত অবহেলিত
সামাজিক মানুষ হয়েও সব কিছুতে বঞ্চিত
উন্নয়নের একটু ছোঁয়া যেন লাগেনি তাদের
সেই গল্পটা শোনার, কারো নেই অবসর ।
কেন সভ্য সমাজে আজও দাস প্রথা চলে
অসহায় বোনটি যেখানে বেশ্যাবৃত্তি করে
মানবিক বিশ্বে মোরা, এখনো অমানুষ সবে
তাই এড়িয়ে চলি, ওদের গল্প শোনা থেকে ।।