যুক্তরাষ্ট্র-পশ্চিমাদের কাছে জিম্মি বিশ্ববাসী
অবরোধ-নিষেধাজ্ঞায় অর্থনীতি কারাবন্দী
জানেও বিশ্বের গরীব-ধনী রাষ্ট্র গুলি
তবুও জি হুজুর ! চলছে এমন চামচামি।
মানবতার বুলি দিয়ে কত মজার গান
গেয়ে বিশ্ব মাতায় এই দানব শয়তান
সাথে কিছু সেবা সংঘ আছে দেশে দেশে
সেই পুঁজি দিয়ে তারা বিশ্ব শাসন করে।
সেবার অন্তরালে যুক্তরাষ্ট্র-“মুখোশ ধারী”
আসল হল অস্ত্র বিক্রি, যার জন্য করে ফন্দি
অকারণে যুদ্ধ বাঁধিয়ে করে কত ভেল্কিবাজি
তা’নাহলে কোটি কোটির অস্ত্র হবে কোথায় বিক্রি।
পারমানবিক অস্ত্র আর বোমা ব্যবহারে
ভয়ংকর পরিবর্তন আজ বিশ্ব জলবায়ুতে
নিজে করলে মাপ, আর অন্যের জন্য পাপ
এই নীতিতে যুক্তরাষ্ট্র সব সময় সরব
ব্রিটিশদেরও এক কালে ছিল এমন ভাব
সংকুচিত হতে হতে চলে গেছে দেমাগ।
শক্তির মহাশক্তি আছেন মহা সৃষ্টিকর্তা
হবে ধ্বংস দেখবে, যুক্তরাষ্ট্রের দাম্ভিকতা।।